ভালুকার যুদ্ধাপরাধের অভিযোগে আব্দুল মালেক আকন্দ আটক


মাহমুদুল হাসান ফোরাত:স্টাফ রিপোর্টার;
যুদ্ধাপরাধের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার খুর্দ্দ গ্রামের আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল মেম্বারকে (৬৯) আটক করা হয়েছে। বুধবার রাত ৮ টায় মডেল থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করেন।

জানা যায়, মডেল থানার ওসি মামুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাজৈ ইউনিয়নের খুর্দ্দ গ্রামের মৃত আলহাজ্ব আবেদ আলী আকন্দের ছেলে যুদ্ধাপরাধী আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল মেম্বারকে আটক করেন।

ওসি মামুন অর রশিদ জানান, তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা রয়েছে।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজুর রহমান জানান, আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল মেম্বার একজন স্বাধীনতা বিরোধী লোক ছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আগামী শনিবার আনন্দ মিছিলের আয়োজন করা হবে।

মন্তব্যসমূহ