তারেকের ৭ বছরের সাজা, ২০ কোটি টাকা জরিমানা

অর্থ পাচারের মামলায় নিম্ন আদালতের দেওয়া খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।


পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের সাজার রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। ওই রায়ের বিরুদ্ধে দুদকের দায়ের করা আপিলের রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

এর আগে গত ১৬ জুন শুনানি শেষে বিষয়টি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির শুনানি করেন। দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।
বিস্তারিত আসছে…

মন্তব্যসমূহ