ভালুকায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ইউএনও’র ঈদের পোশাক বিতরন

ভালুকায় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার। শুক্রবার(০১জুলাই) বিকেলে উপজেলার রাংচাপড়া মদিনাতুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে তিনি ওই সব পোশাক বিতরন করেন। 

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজা,উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী আব্দুল বারী, ওয়ার্ড আ’লীগ সভাপতি হাসমত আলী খান, এড.মোশারফ হোসেন,মোস্তফা কামাল,মাওলানা রাকিবুল হাসান,তাজদিকুল হক খুশবু প্রমুখ। 


এ ছাড়াও একই দিন উপজেলার হবিরবাড়ী মুসলিম এতিমখানা মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝেও অনুরুপ ঈদের পোশাক বিতরন করেন তিনি। অনুষ্ঠানে উভয় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতারের জন্য খেজুর বিতরন করেন। পৃথক অনুষ্ঠানে ৭৪জন এতিম শিক্ষার্থীদের হাতে ঈদের পোশাক তোলে দেয়া হয়। 

মন্তব্যসমূহ