ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক ‘এক্সিস ব্যাংক’ বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করলো।গত ২২নভেম্বর রাজধানী ঢাকায় ব্যাংকটির একটি শাখা খোলা হয়েছে। এই অফিস বাংলাদেশে ব্যাংকটির প্রতিনিধিত্ব করবে। দুই দেশের বাণিজ্য খাতের প্রসারে লক্ষে বাংলাদেশে কাজ করবে এক্সিস ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামানও বিষয়টির নিশ্চিত করেছেন। সিঙ্গাপুর, হংকং, দুবাই, কলম্বো, সাংহাই, আবুধাবি ও ব্রিটেনেও ব্যাংকটির তাদের কার্যক্রম পরিচালিত করছে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির বৈদেশিক সম্পদ দাঁড়ায় ৭৫১ কোটি মার্কিন ডলার।
মন্তব্যসমূহ