সংগঠনের গঠনতন্ত্র অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম ও শহীদুল ইসলাম শহীদকে সাময়িক (তিন মাসের জন্য) বহিষ্কার করা হয়েছে।
আজ রাতে মহানগর ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক আশরাফ উদ্দিন টিটুর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যোগাযোগ করা হলে তথ্যের সত্যতা নিশ্চিত করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন স্কুল-কলেজে ছাত্রলীগের ব্যানারে গণমাধ্যমের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনাসহ সংগঠনের নীতিনির্ধারণী বৈঠকের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং দলীয় শৃঙ্খলতা ভঙ্গ করায় নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়।
এছাড়া সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, বিভিন্ন সময় নানা অপকর্মে জড়িত থাকা ও সরকারবিরোধী প্রচার-প্রচারণার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয় নগর ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদকে। একইসঙ্গে তাদের শোকজ করে তিন দিনের মধ্যে সভাপতি-সম্পাদকের কাছে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
মন্তব্যসমূহ