গাঙ্গীনার পাড় রেল ষ্টেশন রোডে মাদক সহ তিনজন গ্রেফতার

ময়মনসিংহ কোতুয়ালী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার বিকালে গাঙ্গিনার পাড় ষ্টেশনরোড পালিকা শপিং সেন্টারের পাকা রাস্তার সামনে থেকে মাদক সহ তিনজনকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৩০ পুড়িয়া হিরোইন উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইলিয়াস (২০), হাদিস মিয়া (২৫) ও আসলাম (৪০) রয়েছে। ইলিয়াসের বাড়ি সুতিয়াখালী জহর মন্ডলের বাড়ি, হাদিসের বাড়ি গাঙ্গাইল ও আসলামের বাড়ি জে.সি.গুহ রোড। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ ঘটনায় এটিএসআই এমদাদুল কবির বাদী হয়ে কোতুয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন।

মন্তব্যসমূহ