স্টাফ রিপোর্টার : মময়মনসিংহে মুক্তাগাছায় গাঁজা ব্যবসায় জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে দেড় বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
কারাদন্ডের আদেশ প্রাপ্ত মোঃ মিনহাজ উদ্দিন (২৫), উপজেলার মুজাটি দক্ষিণপাড়ার বাসিন্দা । আজ বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন তাকে দেড় বছরের কারাদন্ডাদেশ দিয়ে ময়মনসিংহ জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ওসি (অপারেশন) মো: আব্দুল কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় ।
এরআগেও তাকে গত ১৬ জুন গাঁজাসহ গ্রেফতার এবং তার বিরুদ্ধে মাদক আইনে মুক্তাগাছা থানায় মামলা করা হয়েছিলো । এরপর জামিনে বেরিয়ে এসে আবারো গাঁজা ব্যবসায় জড়িয়ে পড়ে ।
মন্তব্যসমূহ