- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার ফের বাংলাদেশে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বৈশ্বিক জঙ্গি সংগঠন আইএস। ভিডিওতে গুলশান হামলার প্রশংসা করে বক্তব্য দেওয়া একজন বাংলাদেশি ক্লোজ আপ ওয়ান তারকা ছিলেন ।
জানা যায়, রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের প্রথম বছরের প্রতিযোগিতা ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। ওই বছর তাহমিদ রহমান শাফি নামের এক তরুণ শীর্ষ বাছাইয়ে ছিলেন। ২০০৮ সালের ১৯ আগস্ট প্রকাশিত তার গাওয়া সোলসের জনপ্রিয় ‘মন শুধু মন ছুয়েছে’ গানটির ভিডিও এখন ফেসবুকে ঘুরছে।শাফির বন্ধুদের বরাতে জানা যায়, তার বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান । ইত্তেফাক লিখেছে, তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও ৯৬ সালের জনতার মঞ্চের নেতা। সেই সময় প্রখ্যাত সরকারী কর্তা, সচিব ডঃ মহিউদ্দিন খান আলমগীর ( পরে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন ) সফিউর রহমানকে নিয়ে গড়ে তোলেন বিএনপি সরকার বিরোধী 'জনতার মঞ্চ' । আওয়ামী লীগপন্থি সরকারী কর্তাদের এই ' জনতার মঞ্চই' মূলত ১৯৯১-৯৬ সালের বিএনপি সরকারের পতন তরান্বিত করে। পুরস্কারস্বরূপ আওয়ামীলীগ সরকারের শেষ দিকে তাকে নিয়োগ দেয়া হয়। বিএনপি আমলে তিনি দায়িত্ব পালন করেন। কারন নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ । সরকার বদল হলেও কমিশনাররা থাকেন। ফলে সফিউর রহমান ২০০১-২০০৬ সাল পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন । ২০১৪ সালে তিনি মারা গেছেন। তাহমিদুর রহমান শাফি কবে বাড়ি থেকে পালিয়েছেন এ বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। একটি সূত্র দাবি করছে, শাফি ছয় মাস আগে বাড়ী ছাড়েন । শাফি গভঃ ল্যাবরেটরি স্কুল থেকে ২০০০ সালে এসএসসি দিয়েছিলেন । তিনি গ্রামীণ ফোনে কাজ করতেন বলে জানা যায় ।
মন্তব্যসমূহ