ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন ও র‌্যালি

এইচ এম মোমিন তালুকদার ,ময়মনসিংহ প্রতিনিধি : ‘জল আছে যেখানে মাছ আছে সেখানে’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে ২০ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদযাপন করা হয়েছে    মৎস্য অধিদপ্তর ত্রিশালের আয়োজনে সকাল ১১টায়  উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে ত্রিশাল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিটি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আল মিনান নুরের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম,দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রদীপ কুমার প্রমুখ।

মন্তব্যসমূহ