ভালুকায় ট্রাক বাস মুখোমুখি অাহত ৪


ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা উপজেলার নিশিন্দা নামক স্থানে বুধবার (২৭জুলাই) ভোর রাতে ময়মনসিংহগামী বাস ও ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ গুরুতর আহত হয়েছে ৪জন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়-ভোর ৩টার দিকে দুটি গাড়ীর সংঘর্ষে,  মানিকগঞ্জ, শিবালয়ের রফিকুল ইসলাম (৩৫), নেত্রকোণার মুনসুর আলী(৫২), ফারুক(৩৪) ও অজ্ঞাত একজনকে গুরতর আহত অবস্থায় ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ভোরে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সৈকা গ্রামের মৃত আব্দুল সিকদারের পুত্র মিন্টু সিকদার (৪২)এক ব্যাক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস মুমুর্ষ অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 

এস আই হান্নান জানান সে ঢাকা সিটি কর্পোরেশন রামপুরা থানার বেসরকারী সুইপারের কাজ করে। 

মন্তব্যসমূহ