ফুলবাড়ীয়া টেন্ডার ছাড়াই লাখ লাখ টাকার কাজ করছে প্রকৌশলী মনিরুজ্জামান!

ময়মনসিংহ জেলা ফুলবাড়ীয়া উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান জনৈক ঠিকাদাদের সাথে আতাত করে টেন্ডার ছাড়াই লক্ষ লক্ষ টাকার কাজ করিয়ে মোটা অংকের টাকা লুটপাট করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রায়েছে ফুলবাড়ীয়া উপজেলার মহিলা কর্মকর্তার তত্ব্যাবাধনের থাকা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সংস্কার ও মেরামত ও একটি বাড়ী একটি খামার এর মালামাল সরর্বরাহ রয়েছে।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ ২০১৫-২০১৬ অর্থ বছরের ফুলবাড়ীয়া উপজেলার মহিলা কর্মকর্তা আওতায় থাকায় উপজেলা পরিষদের অভ্যন্তরে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটি সংস্কার মেরামতের নামে ৬ লক্ষ ৮৭ হাজার ৩০০ টাকা ইস্টিমেট করেন উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান।
সূত্রমতে লাখ টাকার কাজ নয় এমন সংস্কার ও মেরামত কাজে উল্লেখিত টাকা বরাদ্দ দেয়ায় ও নিজের ব্যবসায়ী পাটনার হিসাবে পরিচিত বিশ্বজিৎকে দিয়ে কাজ করানো হলে সাধারন ঠিকাদার ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাদের চরম ক্ষোভের সৃষ্টি হয়। যা এখন টপ অব দ্যা টাউনে পরিণত হয়েছে ফুলবাড়ীয়া উপজেলা বিভিন্ন স্থানে এই বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।
এ ব্যপারে মহিলা কর্মকর্তার সাথে যোগযোগ করলে তিনি জানান, এই সমান্য কাজের ব্যায় বরাদ্দ দেখে অবাক হন! অপরদিকে ইতিপূর্বে একটি বাড়ি একটি খামার প্রকল্পে দূর্নীতি নিয়ে ব্যপক সমালোচনার মুখে পরে ছিলেন।
এ ব্যপারে প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রয়োজনে আমি ৬০ লক্ষ টাকার কাজ টেন্ডার ছাড়া করাবো এতে কোন অসুবিধা নেই। এই মহা ক্ষমতাদরের ব্যক্তব্য শোনে প্রকৌশলীকে ধন্যবাদ জানিয়ে এ প্রতিবেদক কক্ষ ত্যাগ করেন।

মন্তব্যসমূহ