গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে একটি নির্মাণাধীন ৯তলা ভবনে কাজ করার সময় মাচা ভেঙে এক নির্মাণ শ্রমিকের নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছে।


শনিবার বিকেলে গাজীপুর পৌর সুপার মার্কেটসংলগ্ন প্রকৌশলী ভবনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রুবেল (২৮)। তিনি চাঁপাইনগাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার নাদিরাবাদের মকরমপুর এলাকার মো. ফাইজউদ্দিনে ছেলে। এ সময় সহকর্মী মাসুদ (২২) অষ্টম তলায় আটকে গিয়ে আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত রুবেলের সহকর্মী মন্টু মিয়া জানান, তারা প্রকৌশলী ভবনের ৯তলায় বাইরে থেকে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে রুবেল মাটিতে পড়ে যায় এবং মাসুদ অষ্টম তলায় আটকে যায়। পরে রুবেলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

মন্তব্যসমূহ