জঙ্গিবাদ সন্ত্রাস ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের শোভাযাত্রা বৃহস্পতিবার


ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে শোভাযাত্রা আগামী ২৮ জুলাই  বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা ও বিভাগের উপজেলা পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন  করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি সমিতি কেন্দ্রীয়   নির্বাহী কমিটির সভাপতি এফ.এম এ সালাম।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগস্থ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের যথা সময় উপস্থিত থাকার জন্য ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও  দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলাম আমন্ত্রণ জানিয়েছেন।

মন্তব্যসমূহ