নোয়াখালীতে জহির উদ্দিন প্রকাশ জহির (৫৫) নামে একব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার কৃষ্ণারামপুরের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জহির উদ্দিন কৃষ্ণরামপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় কৃষ্ণারামপুর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরেই ছিলেন। রাতের কোনো এক সময় ঘরে ঢুকে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে চলে যায়।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
মন্তব্যসমূহ