ভালুকায় মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় হবিরবাড়ী উত্তরপাড়া মৃধাপাড়া জামে মসজিদের জমিদখলের প্রতিবাদে শুক্রবার (১জুলাই) বাদ জুমা মসজিদের মুসল্লী ও এলাকাবাসীগণ মানববন্ধন কর্মসূচী পালন করে। জানা যায়, হবিরবাড়ী মৌজার ২০ দাগের এতিমখানা মাদ্রাসার পুর্বপার্শ্বে প্রায় ৬০বছর পুর্বের প্রতিষ্ঠিত মৃধাপাড়া জামে মসজিদের জন্য আবুল হোসেন মৃধা কর্তৃক ওয়াকফকৃত সম্পত্তির আংশিক অংশ (প্রায় বিশ ফিট) রাতের আধাঁরে স্থানীয় হামিদ ফ্যাক্টরী কর্তৃপক্ষ সীমানা প্রাচির নির্মাণ করে জমি জবর দখল করে নেয়। এর প্রতিবাদে শুক্রবার মানব বন্ধন কর্মসূচী পালন করে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন মৃধা জানান-হামিদ ফ্যাক্টরীর মালিক শেখ আব্দুল হামিদ জমি ওয়াকফ দাতাকে ফুসলিয়ে দীর্ঘদিন যাবৎ এই জমি দখলের পায়তারা করে আসছে। এ দিকে ওয়াকফকৃত জায়গাটি মসজিদ কমিটি কর্তৃক জনৈক আনিসুর রহমানকে কিন্ডার গার্ডেন স্কুলের জন্য ভাড়া দেয়া হয়েছিল তার সহযোগীতায় পুর্বের সীমানা প্রাচীর ভেঙ্গে নতুন করে ২০ফিট জায়গা দখল করে নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ করে। কয়েকদিন পুর্বে মসজিদের জমিতে সীমানা প্রাচীর দেখতে পেয়ে কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কোন প্রতিকার না পেয়ে আজকে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী অচিরেই মসজিদের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্যসমূহ