ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। মুক্তির আগে থেকেই এ অভিনেতারকাবালি সিনেমাটি নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই।
গত ২২ জুলাই মুক্তি পেয়েছে কাবালি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে এখন সবার প্রশ্ন কত আয় করল কাবালি?
শুক্রবার বিশ্বব্যাপী ৫ হাজারেরও বেশি পর্দায় তামিল, তেলেগু এবং হিন্দি এই তিনটি ভার্সনে মুক্তি পায় কাবালি। শোনা যাচ্ছে, প্রথম দিনেই বাজিমাত করেছে রজনীকান্ত অভিনীত সিনেমাটি। তামিল সিনেমার বক্স অফিস ইতিহাসে আয়ের নতুন রেকর্ড গড়তে চলেছে এটি। তামিলনাড়ু, কর্ণাটক এবং বাইরের কয়েকটি দেশে প্রথমদিনের আয় অতীতের যেকোনো তামিল সিনেমা থেকে বেশি বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকে সকল ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দিবে কাবালি।’
এদিকে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে প্রথম দিনে বিশ্বব্যাপী ৪০ কোটি রুপি আয় করেছে কাবালি। যদিও নির্মাতারা এর সত্যটা এখনো জানাননি। এমনটা হলে এটিই হবে রজনীকান্ত অভিনীত কোনো সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয়। এর আগে তার সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয় ছিল ৩৭ কোটি রুপি। যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও ভালো ব্যবসা করছে কাবালি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুই দেশে ১২.৯৩ কোটি রুপি আয় করেছে এ সিনেমাটি।
কাবালি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত সিনেমাটি।
গত ২২ জুলাই মুক্তি পেয়েছে কাবালি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সবকিছু ছাপিয়ে এখন সবার প্রশ্ন কত আয় করল কাবালি?
শুক্রবার বিশ্বব্যাপী ৫ হাজারেরও বেশি পর্দায় তামিল, তেলেগু এবং হিন্দি এই তিনটি ভার্সনে মুক্তি পায় কাবালি। শোনা যাচ্ছে, প্রথম দিনেই বাজিমাত করেছে রজনীকান্ত অভিনীত সিনেমাটি। তামিল সিনেমার বক্স অফিস ইতিহাসে আয়ের নতুন রেকর্ড গড়তে চলেছে এটি। তামিলনাড়ু, কর্ণাটক এবং বাইরের কয়েকটি দেশে প্রথমদিনের আয় অতীতের যেকোনো তামিল সিনেমা থেকে বেশি বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকে সকল ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দিবে কাবালি।’
এদিকে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে প্রথম দিনে বিশ্বব্যাপী ৪০ কোটি রুপি আয় করেছে কাবালি। যদিও নির্মাতারা এর সত্যটা এখনো জানাননি। এমনটা হলে এটিই হবে রজনীকান্ত অভিনীত কোনো সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয়। এর আগে তার সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয় ছিল ৩৭ কোটি রুপি। যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও ভালো ব্যবসা করছে কাবালি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুই দেশে ১২.৯৩ কোটি রুপি আয় করেছে এ সিনেমাটি।
কাবালি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত সিনেমাটি।
মন্তব্যসমূহ