সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের বিশাল মানববন্ধন


ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী, প্রতিনিধি সম্মেলন ও জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ময়মনসিংহ এলজিইডি ভবন সম্মুখে অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা ও বিভাগের উপজেলা পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন  করেন। পরে এলজিইডি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি সমিতি কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সভাপতি এফ.এম এ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছোহরাব আলী, র‌্যাব-১৪ এর এএসপি শামীমা আক্তার, চ্যানেল-৭ এর পরিচালক প্রফেসর ড. এ আর খান, সাংবাদিক শামসুল আলম খাঁন, মোস্তফা বাবুল, দেবাশীষ ভট্রাচার্য, জাহাঙ্গীর সেলিম, লাভলু পাল চৌধুরী, মো. নজরুল ইসলাম, সাবিহা জামান শাপলা, এড. জসিম উদ্দিন, মোশারফ হোসেন খসরু, শিমুল মিল্কি, ভজণ দাস, নজীব আশরাফ, খাইরুল আলম রফিক, শংকর চন্দ্র বণিক, আ: কাদের মাষ্টার, মোখলেছুর রহমান সবুজ, তিলক রায়, নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম তালুকদার, খোরশিদুল আলম মজিব, শাহীন আল আমিন, মোহন মিয়া, সমরেন্দ্র বিশ্বশর্মা, রাখাল বিশ্বাস, আবুল হোসেন, শেখ বিপ্লব, ইন্দ্র সরকার, ইকবাল চৌধুরী কায়েস, আশরাফুল হায়দার, শাহাজাদা স্বপন, হান্নান মাহমুদ, তারেক মোহম্মদ আব্দুল্লাহ রানা, ইব্রাহীম মুকুট প্রমূখ।
এছাড়াও ময়মনসিংহ বিভাগস্থ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ