ময়মনসিংহে সাংবাদিক রবীন্দ্রনাথ পালকে হুমকি,নিন্দা

ময়মনসিংহে দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক ও বিএফইউজে’র কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ পালকে ময়মনসিংহ পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কমিশনার লিয়াকত আলী মোবাইল ফোনে দেখে নেয়ার হুমকি দেন।
এ সময় মোবাইলে আরও বলেন, এশিয়ান টিভির সাংবাদিককে মারধোর করে পুলিশে দিয়েছি। আপনার বিরুদ্ধেও সে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিককে কিভাবে শায়েস্তা করতে হয়, তা আমাদের জানা আছে।
বলাশপুর এলাকার আবাসন প্রকল্পের অনিয়ম সম্পর্কে সাংবাদ প্রকাশের পর তিনি এ হুমকি দেন। এব্যাপারে রবীন্দ্র নাথ পাল ১৭ই জুলাই কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।
এ হুমকির ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। – প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্যসমূহ