ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের বেলতলীতে যাত্রীবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় যাত্রীবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হন। এসময় অন্তত আরো ১৫ জন আহত হন।
মন্তব্যসমূহ