মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট নাজিম উদ্দিন আহামেদ ১ লক্ষ ১৯ হাজার ৪শ ৩৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির শামছুজ্জামান জামাল (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ৩শ ৭২ ভোট। অন্যান্য প্রার্থীদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক (মটরগাড়ী) ১ হাজার ২৩ ভোট, ন্যাপের প্রার্থী আব্দুল মতিন মাষ্টার (কুড়েঘর) ৬শ ৭৯ ভোট ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আবু তাহের (মিনার) প্রতিক পেয়েছেন ৬শ ৮৮ ভোট। ময়মনসিংহ-৩ আসনে জাতীয় সংসদ উপ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা রাত ৮ টায় সাংবাদিকদের কাছে নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেন।
সোমবার (১৮ জুলাই) সুষ্ঠ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন চলাকালীন সময়ে গৌরীপুর উপজেলার ভোট কেন্দ্রগুলোতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনের দিন ভোর থেকেই মুষলধারে বৃষ্টি থাকায় বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি কম থাকলেও পরে আবহাওয়া ভাল হওয়ায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে উক্ত নির্বাচনে মোট ভোটের প্রায় ৫৬ ভাগ ভোট কাষ্টিং হয়েছে।
মন্তব্যসমূহ