গুরুকে বিনা প্রতিদ্বন্দীতায় মেয়র জয়ের ঘোষণা শিষ্যের

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন অর্থাৎ রাজনৈতিক গুরুকে বিনা প্রতিদ্বন্দীতায় মেয়র নির্বাচিত করার ঘোষণা দিয়েছেন শিষ্য নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বৃহস্পতিবার (২১ জুলাই) ইসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে আয়োজিত মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভায় এ ঘোষণা দেন তিনি। এর আগে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন দলীয় প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা তাকেই দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যাক্ত করেন। এসময় বক্তা আগামী সিটি নির্বাচনে মেয়র আইভীকে ঠেকানোর প্রত্যয় ব্যাক্ত করে বলেন, আগামীতে কোন ক্রমেই আইভীকে নৌকা প্রতীক পেতে দেয়া হবেনা। আইভীর মনোনয়ন ঠেকাতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংসদ শামীম ওসমান আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামীলীগের পরিক্ষীত নেতা আনোয়ার হোসেনকে মেয়র পদে সমর্থন জানিয়েছেন। তাই আনোয়ার ভাই আগামীতে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হবে। তবে তা হবে বিনা প্রতিদ্বন্দীতায়। বিএনপির প্রার্থী কে হবে দেখে নিব। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল হাই, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গোপিনাথ দাস, চন্দন শীল, রোকন উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহিদ বাদল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল আলম সজল প্রমুখ।

মন্তব্যসমূহ