বাংলাদেশ বিমান বাহিনী থেকে টাইগার দলে এক বোলার

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও মিরপুর স্টেডিয়ামের একাডেমি কর্মচঞ্চলই ছিল। ঈদের ছুটির পর পরই অনেক ক্রিকেটার নিজেদের মতো করে সেখানে ফিটনেস নিয়ে কাজ করেছেন। তবে গতকাল সকালে যেন সেটা পূর্ণতা পেল।

হাইপারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের কোলাহলে মুখর হয়ে উঠেছিল একাডেমি প্রাঙ্গণ। এর মধ্যে একজনের চোখেমুখে আনন্দটা ছিল একটু বেশি। তার নাম এবাদত হোসেন চৌধুরী।

ক্রিকেটের এমন আবহে যে তিনি খুব একটা অভ্যস্ত নন। ঘরোয়া ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্টে না খেলেই যে তিনি সুযোগ পেয়ে গেছেন এইচপি ক্যাম্পে। তবে এ পেস বোলারের চোখে এখন জাতীয় দলে খেলার স্বপ্ন।

বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবি আয়োজিত পেসার হান্ট কর্মসূচির আবিষ্কার এবাদত হোসেন। তাই বলে ক্রীড়াঙ্গনে তিনি কিন্তু একেবারেই নতুন নন। বেশ ভালো ভলিবল খেলেন। ভলিবল খেলার সূত্রেই বিমান বাহিনীর চাকরি পেয়েছেন। তবে ছেলেবেলা থেকে ক্রিকেটটাও

মন্তব্যসমূহ