ভালুকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল চ্যাম্পিয়ন মেদিলা প্রাথমিক বিদ্যালয়

মাহমুদুল হাসান ফোরাত; স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহের ভালুকা উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টে অংশ গ্রহনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হল উপজেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট / ২০১৬ ।
ভালুকা ডিগ্রী কলেজ মাঠে বিকেল ৩টায় শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলায় মেদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় -পাখিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪/৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।দিনের অপর খেলায় বঙ্গমাতা গোল্ডকাপেরর ফাইনালে বগাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়- মেদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪/৩ গোলে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে। খেলাশেষে বিজয়ী এবং রানার আপদের মধ্যে পুরষ্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম. আমান উল্লাহ এমপি, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রমজান আলী,মনিরা খাতুন,আকরাম আলী,নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম ইদ্রিস আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন মিজানুর রহমান বাপ্পী,মিজানুর রহমান মতিন,আঃ ছামাদ ও আফজালুর রহমান।

মন্তব্যসমূহ