ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি এলাকায় ব্যাপক গোলাগুলির খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ তিনি নিজে শুনেছেন। বেশ কিছুক্ষণ গুলি চলার পর পৌনে ১০টার দিকে ওই সড়কে পুলিশ আসতেও দেখেছেন তিনি জানালা দিয়ে।
গুলশান থানার এসআই জাহিদ বলেন, “আমরাও গোলাগুলির খবর পেয়েছি। লোক পাঠিয়েছি। এখনও বিষয়টি স্পষ্ট নয়।”
এদিকে গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে ।
বিস্তারিত আসছে —–
মন্তব্যসমূহ