উত্তরাধিকার সূত্রে জেগে উঠে অন্ধ হৃদয়ের প্রেম
কল্পনার সেইসব দিনরাত্রি সদ্যফোঁটা মৌ ফুল
সমগ্র শরীর কাপিয়ে- জানান দিল উত্তাল প্রেম
মৌ মৌ গন্ধে ভরে উঠল সূর্যোদয়ের কৌতূহল ।
অমৃতের স্বীকৃতি অবিশ্রান্ত জাগরণ অরণ্যের পথ
কল্পনার সেইসব দিনরাত্রি একটি নীরব আলিঙ্গন
একচুম্বন ভালবাসা সহস্র দীপশিখা জ্বেলে যায়
সমগ্র শরীর কাপিয়ে- জানান দেয় উত্তরাধিকার!
এই শহরের প্রতিটি শব্দই উত্তপ্ত গভীর নেশায়
খুব সরল নির্বিকার জ্বলে,ঝিকিমিকি আলো জ্বেলে ,
জেনেশুনে কেইবা আগুনে ঝাঁপাতে চায় প্রেমে ?
প্রতিবারই নিমজ্জিতা করে গহীনে মৌ মৌ গন্ধে ।
আমি পাই রূহী টান, কস্তূরী ঘ্রাণ সেই আদি গন্ধ
হারিয়ে বুঝিনা কি হারালো জীবনে অগত্যায় মন ?
পাঁজরে সিমার নাচে নির্বোধ আমার কাতর চোখে
দুই চোখে ঝরে লাভা প্রাণ খসে পড়ে পথ কেঁপে ,
উত্তরাধিকার সূত্রে জেগে উঠে প্রেম মৌ মৌ গন্ধে ।
আমাকে মুগ্ধ করে আমার সমগ্র শরীর কাপিয়ে-
বেতাল করে ফাগুন বায়ু দগ্ধ করে রুহের চিতা
অধীর করে দূরের প্রীতি বহন করে সূর্যোদয় প্রেমে ।
অপূর্ব তোমার চোখ, মুখ, হাসি-প্রথম যেদিন দেখি
লণ্ঠন আলোয় উত্তরাধিকার সূত্রে জেগে উঠে প্রেম
সেদিন থেকেই ভালবাসি হৃদয়ের অনেক গভীরে
না বলা কথাগুলো কল্পনার দিনরাত্রি সদ্যফোঁটা ফুল ।
একটি নীরব আলিঙ্গন উত্তরাধিকার সূত্রে জাগে প্রেম
হৃদয়ের কঠিন বরফকেও গলিয়ে দিয়ে নিবিড় চুম্বন
উষ্ণ প্রস্রবণ প্রবাহিত করে স্পর্শের অলৌ্কিক শক্তিতে
হৃদয়ের অব্যক্ত আকুতি দুটি চোখে ভাষা খুঁজে পায় ।
মন্তব্যসমূহ