ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাত থেকে সকাল পর্যন্ত ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের ১৫ নেতাকর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩৫ আসামিসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। 

মন্তব্যসমূহ