পিবিআই রংপুরের অভিযানে গ্রেফতার দুই

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৪ ই জুলাই (বৃহস্পতিবার) কোতোয়ালী থানায় দায়ের করা (মামলা নং-১২) একটি মামলায় অভিযুক্ত দুই এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কোতোয়ালী থানাধীন ফকিরান (বালাপাড়া) এলাকার শফিকুল ইসলাম(৪৫) এবং শফিকুল ইসলাম ভোন্দল (৪৫)।
পিবিআই রংপুর সুত্রে জানা গেছে, কোতোয়ালী থানাধীন ফকিরান (বালাপাড়া) এলাকার নুরুল ইসলামের পুত্র কামরুজ্জামান বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, কোতোয়ালী রংপুর আদালতে হত্যা চেষ্টা, শ্লীলতাহানী, চুরি, চাঁদা দাবী, অগ্নি সংযোগ সহ বিভিন্ন অপরাধের দায়ে একটি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত কোতোয়ালী থানা পুলিশকে মামলাটি রুজু করে পিবিআই, রংপুর জেলা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়।
পিবিআই রংপুর জেলা কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার জানান, মামলাটি এসআই পঙ্কজ কুমার আচার্য তদন্ত করছে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পঙ্কজ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই সালেহ ইমরান এবং ফোর্সদের নিয়ে আসামীদের নিজ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই পঙ্কজ কুমার আচার্যের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পিবিআই রংপুর জেলা কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার স্যারের নির্দেশে মামলাটি তদন্ত করছি। মামলার ব্যাপারে স্যারের দিক নির্দেশনা অনুসরণ করে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করছি। মামলার ঘটনার সত্যতা নিরূপণ করে বিজ্ঞ আদালতে অতি দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ