ত্রিশালের সাংসদ এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

স্টাফ রিপোর্টার : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানান, আট আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। 
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাপার সাংসদ হান্নান ছাড়া বাকি সাত আসামি হলেন রফিক সাজ্জাদ, খন্দকার গোলাম সাব্বির, খন্দকার গোলাম রব্বানি, মিজানুর রহমান, হরমুজ আলী, ফকরুজ্জামান ও আবদুস সাত্তার।আট আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি তিনজন পলাতক।

মন্তব্যসমূহ