ত্রিশাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ

এইচ এম মিমন তালুকদার, স্টাফ রিপাের্টার:  ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  শনিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ত্রিশাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ত্রিশাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা অব.মেজর আসাদ উল্লাহ।
স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যাপক খবির উদ্দিন,স্কুলের পরিচালক আব্দুল মতিন,আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এসময় বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপার এসোসিয়েশান হতে বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা ও পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ