৮০ টাকার ভাত-মাছে এবারের ঈদ পালনের সেই তরুণ দম্পতি রাজ্জাক-জেসমিনের ভাগ্যের চাকাটা বোধহয় একটু ঘুরেছে। তাদের জন্য খুশির বিষয় হল তারা চাকরি পেয়েছে। পথে দুজনের খাওয়ার দৃশ্য আর দুঃসহ জীবনের চিত্র নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর পাঠকের সাড়াও মেলে বেশ। এর পর এই দম্পতির পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছিলেন অনেকেই। এদের মধ্যে চট্টগ্রামের সন্তান, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার ওই দম্পত্তিকে চাকুরির সুযোগ তৈরি করে দেন।
বুধবার (১৩ জুলাই) রিজেন্ট গ্রুপের এই কর্ণধার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের রাজ্জাক-জেসমিনের চাকুরির জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠানের ক্রয় কর্মকর্তা আবু তৈয়ব যাচাই-বাছাই শেষে রাজ্জাককে তাদের একটি প্রজেক্টের নিরাপত্তাকর্মী হিসেবে ৮ হাজার টাকা বেতনে নিয়োগ দেন। তবে জেসমিন অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে আপাতত নিয়োগ দেয়া হয়নি। পরে তাকেও নিয়োগ দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি। তাদের দুজনের থাকা-খাওয়ার দায়িত্বও নিয়েছে রিজেন্ট গ্রুপ।
প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্যারিস্টার তারেক আকবর খন্দকার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকুরি পাওয়ার পর খুশিতে আত্মহারা রাজ্জাক।
তিনি বলেন, ‘শুরু থেইকা আপনারা যেইভাবে আমাগো সাথে ছিলেন, এমনটা নিজেগো মানুষও করে না। এই চাকরি পাইয়া আমাগো ভাগ্য ঘুইরা যাইবো। আপনাগো এই সাহায্যর লাইগা কী করমু ভাইবা পাইতাছি না।’
মন্তব্যসমূহ