ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ এন এম শামসুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল আক্কাছ, র‌্যাব ১৪ এর হ্যাড কমান্ডার মোঃ জসিম উদ্দিন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস. এ. নেয়াজী, বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুব হোসেন , উপজেলা নির্বাহী অফিসার আবু জাপর রিপন, ত্রিশাল পৌর সভার মেয়র এবিএম আনিছুজ্জামান, বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহেল রানা।

এর আগে জঙ্গি বিরোধী একটি র‌্যালী প্রসাশনিক ভবনের সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গাহি সাম্যের গান মঞ্চে এসে শেষ হয়।

মন্তব্যসমূহ