পুকুরে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু


কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের গোড়া এলাকায় পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা আয়ূবের মেয়ে শাহানাজ (১৫), নারগিছ (৮) ও রাজু (৫)।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বাংলামেইলকে বলেন, বাড়ির পুকুরে গোসল করতে নেমে এক বোন পানিতে ডুবে গেলে অপর দুই বোনও তাকে উদ্ধার করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত মরদেহ উদ্ধার করে।

মন্তব্যসমূহ