ভালুকায় হবিরবাড়ী জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন


....................................................................... ভালুকায় শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলার সিডস্টোর বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে উন্নত স্বাস্থ্যসেবার নিশ্চয়তায় হবিরবাড়ী জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হেলিম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর, বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সাঈদ জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন  সরকার রতন, আলহাজ্ব সর্দার জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম লিটন মাস্টার, হবিরবাড়ী জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুস সালাম, হবিরবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ বি সিদ্দিক সোহেলসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোঃ আবু রায়হান। উদ্বোধন উপলক্ষ্যে ওই হাসপাতালে সারাদিন ব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সরেজমিনে দেখা যায়, ওই হাসপাতালে অভ্যর্থনা কক্ষ, ডাক্তার চেম্বার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত পরীক্ষাগার, জরুরী বিভাগ, অপারেশন থিয়েটার, পোষ্ট অপারেটিভ থিয়েটার, নার্স রুম ও স্বাস্থ্যসম্মত ওয়াশ রুম রয়েছে। আধুনিক চিকিৎসা সেবা প্রদানে এ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন। হবিরবাড়ী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ বি সিদ্দিক সোহেল জানান, " কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা দিতে প্রতিদিন ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এ হাসপাতাল পরিচালিত হবে।"

মন্তব্যসমূহ