গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় গোসল করতে গিয়ে বিলের পানিতে ডুবে মারিয়া আক্তার (৭) ও তানহা আক্তার (৮) নামে দুই শিশু মারা গেছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই দুই শিশু ব্রাহ্মণগাঁও এলাকার আব্দুল মান্নানের ও একই এলাকার আবুল কালামের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায় দুপুরে ওই দুই শিশু ব্রাহ্মণগাঁও এলাকায় বাড়ির পাশে একটি বিলের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা গভীর পানিতে ডুবে যায়। পরে তাদের সঙ্গে আসা আরেক শিশু বাড়িতে গিয়ে তাদের ডুবে যাওয়ার খবর দিলে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে মারিয়া ও তানহাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে।
মন্তব্যসমূহ