জামালপুরে যমজ নবজাতক বিক্রি স্বামীর বিরুদ্ধে অভিযোগ

স্বামীর বিরুদ্ধে দুই মাসের যমজ নবজাতক বিক্রির অভিযোগ করেছে স্ত্রী। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 
  
এ অভিযোগে বুধবার বিকালে স্বামী বকুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছে স্ত্রী চম্পা বেগম। 
  
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে জিম ও মিম নামে দুটি যমজ শিশু জন্ম নেয় বকুল-চম্পা দম্পতির ঘরে। যমজ শিশু জন্ম দেয়ার পরপরই মা চম্পা বেগম অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা চলাকালে ২৮দিন বয়সী যমজ শিশু দুটিকে পিতা বকুল মিয়া অন্যত্র বিক্রি করে দেয়। 
  
কিন্তু নবজাতকের মা চম্পা বেগম সুস্থ্য হওয়ার পর অনেক খোঁজাখুজি করেও শিশুদের কোন সন্ধান পায়নি। পরে জানতে পারে তার স্বামী বকুল মিয়া অন্যত্র বিক্রি করে দিয়েছেন। 
  
সরিষাবাড়ী থানা পুলিশ জানায়, নবজাতক যমজ শিশুর বিক্রির অভিযোগে চম্পা বেগম স্বামী বকুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মন্তব্যসমূহ