ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হবিরবাড়ী কোকা কোলা ফ্যাক্টরির সামনে বুধবার (২০জুলাই) সিড্স্টোর গামী একটি লেগুনা পথচারী ফারুক হোসেন (৩৩) কে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে লেগুনার ৯ যাত্রী আহত হন। এদের মাঝে ফারুককে আশংকাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর সে মারা যায় । নিহত ফারুক জামালপুর সদরের বাওরামাড়ী গ্রামের আব্দুল হাকিমের পুত্র ।
মন্তব্যসমূহ