অাষাঢ়ের মাছ বৃষ্টি দালান জাহান

অাষাঢ়ের মাছ বৃষ্টি
দালান জাহান
অাষাঢ়ের মাছ বৃষ্টিতে
অাশ্চর্য এক মাছ পড়েছে 
অাকাশ থেকে।
সাপের মতো লোহিত মুখজুড়ে
ধ্বংসের ফেনা মাখা ঈশ্বর।
কেউ বলছে রাক্ষুসে মাছ
কেউ বলছে বুনো
যা অাসছে মুখে তাই।

সারাদেশে শুচি বায়ু
ঘুমন্ত পাহাড়ের বুক ছুঁয়ে যায়,
রংধনু কে ধনু বলে
অাকাশ নাকি মাটি!
পেটে ভরে মরুবায়ু
চোখবন্ধ করে ছুটছে
মৃত্যুবাণ দৌড়বাজেরা।

অাকাশ সমান হা করে
তাকিয়ে থাকে
বন্যাপীড়িত পোকামাকড় গুলো।

দালান জাহান
সখিপুর।
০ জুলাই ২০১৬

মন্তব্যসমূহ