ভালুকা উপজেলার জামিরদিয়া নারিশ পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে রাস্তায় ভূট্টা বোঝাই গাড়ি পার্কিং করে নারিশ পোল্ট্রি ফার্ম এর সামনের রাস্তাটি জনসাধারণের চলাচলের অযোগ্য করে তুলেছে। এর প্রতিবাদে শুক্রবার (২২ জুলাই) দুপুরে এলাকাবাসী রাস্তা সংস্কার ও অবৈধ ভূট্টা বুঝাই গাড়ি পার্কিং বন্ধের দাবীতে বিক্ষোভ করে।
এলাকাবাসী জানায়, ওই সড়কের পাশের্^ নারিশ পোল্ট্রি ফার্মের কারখানা। প্রতিদিন শত শত (ভূট্টা) বোঝাই ভারী ট্রাক ওই সড়ক দিয়ে নারিশের কারখানায় প্রবেশ করে। ফলে বর্তমানে সড়কটি প্রায় জনসাধারনের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কারখানা কতৃপক্ষকে বারবার সড়কটি মেরামতের জন্য অনুরোধ করা হলেও কোন প্রতিকার না পেয়ে এলাকাবাসী শুক্রবার বিক্ষোভ করে রাস্তা সংস্কারের দাবি জানান।
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন জানান, নারিশ কর্তৃপক্ষ দায়সারা রাস্তায় মালবাহী ভারী যানবাহন পার্কিং করে জনসাধারণের দূর্ভোগ সৃষ্ট্রি করছে সে সাথে তাদের অতিরিক্ত মালবোঝাই ভারী যানবাহন চলার কারণে রাস্তাটির মধ্যে খানা-খন্দ তৈরি হয়েছে। রাস্তার ভালো অংশে তাদের গাড়ি পার্কিং করায় জনগণের আরো বেশি দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান জানান, রাস্তাটি এলজিইডির হলেও মিলের প্রয়োজনে প্রায় ১২ ফুট প্রশস্থের রাস্তার জমি নিজস্ব কেনা। সড়ক মেরামতের দায়িত্ব এলজিইডির। তদুপরি জনগণের প্রয়োজনে সড়কটি মাঝে মধ্যে ফার্মের নিজস্ব খরচে মেরামত করা হয়। তবে কাঁচামাল আমদানী করার সময় রাস্তায় গাড়ি সাময়িক পার্কিং করা হয় এতে জনসাধারণের কিছুটা সমস্যা হয়। আশা করি অচিরেই এর সমাধান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, ঘটনা শুনেছি। সড়ক মেরামত করা হবে এবং নারিশ যাতে ওই সড়কে ভারী যানবাহন ব্যবহার না করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এলাকাবাসীর বিক্ষোভের এক পর্যায়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ ঘটনা স্থল পরিদর্শনের পর রাস্তাটির চিত্র পুরু পাল্টে যায়। বিকালের মধ্যেই রাস্তা থেকে ভূট্টা বোঝাই ট্রাক গুলো সরিয়ে ফেলেন ফার্ম কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ