ভালুকায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত


ময়মনসিংহের ভালুকায় ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা শপথ নিলেন বৃহস্পতিবার(২১ জুলাই)। ভালুকায় ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে গত ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যানদের শপথ ময়মনসিংহে ও ইউপি মহিলা সদস্য ও পুরুষ সদস্যদের শপথ ভালুকা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানিয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এমপি। এ সময় উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা,সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আক্তার,মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমান, ভালুকা পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ