মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছায় ফাঁসিতে ঝুঁলে আবুল হোসেন নামে এক বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের যাত্রাটি গ্রামের কৃষক আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। বুধবার রাতের কোনো এক সময় বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গলায় দড়ি বেঁধে তিনি ফাঁসিতে ঝুলেন। বৃহস্পতিবার সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ