ভালুকায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ জুলাই) ভালুকা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমান উল্যাহ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, মোস্তাক আহমেদ, জুলহাস উদ্দীন তালুকদারসহ উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।
এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে ‘ওহাবংঃরহম রহ ঞববহধমব মরৎষং’ যার বাংলা ভাবান্তর ‘‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’’।
মন্তব্যসমূহ