বিবেক ও কবি ।। ----সেলিনা জাহান প্রিয়া--------


অনেক ভেবে চিন্তে কি লিখব ভেবে পাচ্ছিলাম না ? 
ভাবলাম একটা কবিতা লিখি, মন্দ হয় না !
বিকেক হাসি দিয়া বললি , কি লিখবে ?
------কেন কবিতা লিখব !
বিবেক বলে কাকে নিয়ে লিখবে কবিতা ?
কৃষক মুল্য পায় না ফসলে
মহাজন দারুন সুখে, আড়তে ঘুমায় নাক ডেকে
মস্ত বড় বিদ্যানের পিতা মাথা থাকে বৃদ্ধা আশ্রমে
লেজ কাটা শিয়ালে করে সমাজ সেবা
শিকারি বাঘ করে মানবতার রাজনীতি
বিচারক বিক্রি হয় টেবিলের নিচে
আইন আদলাত করে টাকার গোলামী
রক্ষক রা ভক্ষক সেজে করে ইমামতী ।
কি লিখবে কবিতা? কবি বল দেখি শুনি
----- কেন প্রেমের কবিতা লিখব
বিবেক বলে প্রেম তো এখন একটা জলের নাম
পাত্র বদলে রং বদলায় !
প্রেম এখন অল্প সময়ের টাইম পাস শরীর গরম
বিশ্বাস না করলে যাও , রেস্তোরাঁ , পার্ক আর ক্লাবে
কখন যে কে কার প্রেম ছিল স্রষ্টাই ভাল জানে !
কত কুমারি মেয়ে মা হয়
সব কি আর ক্লিনিকের খাতায় লিখা থাকে
দেখ যেয়ে প্রেমে কত এইডস নীরবে হাসে !!
এখন প্রেম শরীরের গন্ধে বেঁচে থাকে
মনের মুল্য নাই প্রেমের হাট বাজারে ।
------- বিবেক আমি কি কবিতা লিখব বল ?
বিবেক বলে একটু হেসে কবি তুমি জানো
কোটি কোটি বিবেক ঘুমিয়ে আছে
তাদের জাগিয়ে তোল তোমার কবিতায়
একটি কবিতা সেই ঘুম জাগানোর কবিতা
কাজলা দিদির মতো কবিতা বা নজরুলের
ঐ লোহ কপাট ?
কবি এই জাতি জাগতে চায় !
কবিরা জাগিয়ে তোল ।।

মন্তব্যসমূহ