ত্রিশালে সন্ত্রাস, নৈরাজ্য, উগ্রধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

এইচ এম মোমিন তালুকদার, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ত্রিশাল বাসষ্ট্যোন্ড চত্তরে সন্ত্রাস, নৈরাজ্য, উগ্রধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই শনিবার  বিকাল ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কে ত্রিশাল বাসষ্ট্যান্ড চত্তরে সন্ত্রাস, নৈরাজ্য, উগ্রধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কদ্দুস। সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক এড. জিয়াউল হক সবুজ, যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ্ শওকত উসমান লিটন, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আখেরুল ইমাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান শান্ত, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন ত্রিশাল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

মন্তব্যসমূহ