গফরগাৎও গ্রাস হচ্ছে মাদকের ছুবলে

একমাত্র ছেলে সন্তান ইয়াবা নেশায় আসক্ত হয়ে আমার সাজানো গোছানো পরিবার’টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । মান-সম্মানের ভয়ে ছেলের ইয়াবা সেবনের খরচ যোগাতে যোগাতে এখন আমি নিঃস্বপ্রায় । এ কষ্টের কথা আত্বীয়-স্বজনের কাছেও বলতে পারিনা !
কান্না বিজরিত কন্ঠে হুবুহু এভাবেই ইয়াবাসেবী ছেলে ও তার পরিবারের বর্তমান অবস্থার কথা বলছিলেন,নাম প্রকাশে অনিচ্ছুক গফরগাঁও পৌরসভার একজন বিশিষ্ট ব্যাবসায়ী ।
এ পিতার মতো হাজার হাজার অসহায় পিতার বুক ফাঁটা আর্তনাদের করুন সুর গফরগাঁওয়ের আকাশে বাতাসে উড়ছে দিন-রাত ।
ময়মনসিংহের ঐত্যিহবাহী এ উপজেলাটি এখন মাদকদ্রব্যের আধুনিক সংস্করণ মরন নেশা ইয়াবার নতুন সম্রাজ্য ।
উপজেলাটি পাগলা ও গফরগাঁও থানা নিয়ে গঠিত। ধনীর দুলাল, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও কমবসয়সী ছেলেপুলেরা দিন দিন ইয়াবার বিষাক্ত ছোবলে আক্রান্ত হচ্ছে।
উপজেলা ঘুরে জানা যায়, ইয়াবা’ বিস্তারের ভয়াবহতার চিত্র । আগে নিদিষ্ট কয়েকটি স্পটে অত্যন্ত গোপনীয়তার মধ্যে ইয়াবা কেনা-বেচা হলেও এখন তা আর নিদিষ্ট স্পটে নেই । ‘কল অন’ ডেলিভারিতে মিলছে এ সর্বনাশা ইয়াবা ।বিক্রেতাদের মোবাইল ফোনে কল দিয়ে স্থানের কথা বললেই মোটরবাইক কিংবা অন্যান্য বাহনে ( সিএনজি,প্রিকাপ,নছিমন ড্রাইভারের মাধ্যমে )পৌছে দেয়া হয় । পুঁজি কম,লাভ বেশি ও ইয়াবা পরিবহন খুব সহজ তাই স্থানীয় প্রভাবশালী তরুনরা এটাকে টাকা কামানোর মেশিন হিসেবে বেছে নিয়েছে ।
নাম না প্রকাশের শর্তে একাধিক ইয়াবা সেবী বলেন,দামে কম হওয়ায় এখন সবাই খায়। খেলে ভাল লাগে, ক্ষুধা লাগেনা আর পিনিকও ( নেশা ) ভাল হয় ।
ইয়াবা সেবনকারী সেজেঁ কৌশলে একাধিক ইয়াবা ব্যাবসায়ীর সঙ্গে মুঠোফোনে বলেন, ছোট বড়ি ১০০-১৫০ টাকা ও বড়টা ২৫০-৩০০ টাকা বিক্রি করি । তাছাড়াও আরো দামী বড়ি আছে । প্রশাসনের বাধা প্রসঙ্গটি জিজ্ঞেস করলে তারা বলেন, প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দিয়ে থানা ম্যানেজ করেই এ ব্যাবসা করি ।
এ ব্যাপারে পাগলা থানার ওসি চাঁন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ইয়াবার আগ্রাসন সম্পর্কে অবগত আছি।তবে থানার কেউ জড়িত থাকলে যথোপযুক্ত ব্যাবস্থা নেব ।মাঝেমধ্যেই আমাদের বিভিন্ন অভিযানে ইয়াবা ব্যাবসায়ী ধরা পড়ে । এ মাসেও কয়েকজনকে চালান দিয়েছি ।
এলাকাভেদে ইয়াবার নাম পরিবর্তন হলেও গফরগাঁওয়ে বাবা,গুটি, বড়ি নামেই বেশি পরিচিত। কয়েকটি সুত্রে জানা যায়, গফরগাঁও পৌরসভা থেকেই সমস্ত উপজেলায় ইয়াবার সাপ্লাই হয় বেশি । স্থানীয় প্রশাসন ও গুটিকয়েক রাজনৈতিক নেতাকর্মীর মদদে ইয়াবার সম্রাজ্যশাসনের ভিত আরো মজবুত হচ্ছে ।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি মাহবুব আলম মুঠোফোনে জানান, কিছুদিন হল বদলি হয়ে এ থানায় এসেছি । সত্যতা পেলে কঠিন ব্যাবস্থা নেব, যা কয়েকদিনের মধ্যেই দেখতে পারবেন ।

মন্তব্যসমূহ