সন্ত্রাস ও জঙ্গীবাদ রুঁখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়ে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে


ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদিরা পরিকল্পিতভাবে উন্নয়নের ধারাকে থামিয়ে দিতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে তাদের এ অপচেষ্টা কোনভাবেই সফল হতে দেয়া হবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র‌্যাব, আনসার, ভিডিপির সদস্যসহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সাংবাদিক সমাজকে আরও সাহসি হয়ে সঠিক তথ্য উপস্থাপন করে সংবাদপত্রের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদের অপকর্ম জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহ তার কার্যালয়ে নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সম্মানে এক মানপত্র পাঠ করে তার তুলে দেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়ার কৃতি সন্তান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঞা। এছাড়া ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব আব্দুল বারী, যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৪শে জুলাই কেন্দুয়া থানায় প্রথম পরিদর্শনে গিয়ে সেখানকার কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, থানা কম্পাউন্ডের ভেতর পুলিশের আবাসিক, গোলঘর, যানবাহন সংকটসহ যেসব সমস্যা বিদ্যমান রয়েছে, সেসব সমস্যা নিরসণে আগামি ২০ বছরের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তিনি বলেন, কেন্দুয়া থানার গোলঘর তৈরির আশ্বাস দিয়েছেন সেখানকার উপজেলা পরিষদ। তাছাড়া অন্যসব সমস্যা সমাধানে নেত্রকোনা পুলিশ সুপারের সমন্বয়ে একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে। এছাড়া তিনি এই রেঞ্জের অন্যান্য থানা গুলোর উন্নয়নে অনুরূপ পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান। এ সময় তিনি তার সম্মানে দেয়া মানপত্র দেয়ার জন্য কেন্দুয়া প্রেসক্লাব ও ময়মনসিংহ প্রতিদন পত্রিকার সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মন্তব্যসমূহ