উজান গাঁয়ের মাঝি শেখ সুমাইয়া সুলতানা

উজান গাঁয়ের মাঝি
শেখ সুমাইয়া সুলতানা
এই নিবিড় -ভরো সন্ধ্যায় আমি বিরহিণী
রয়েছি দাঁড়ায়ে শূন্য তটিনীর কূলে,
ওরে উজান গাঁয়ের মাঝি
আমারে নিবা'নি তোমার নায়ে তুলে?!
এই সংসারে আমি বিবাগী
আমার আপন বলে কেহ নাই,
বনে বনে ঘুরি -ফিরি
আর বিরহের গান গাই
মনে বড় সাধ জাগে গো
তাহার -সনে বাঁধি আমার মন,
কোথায় পাব এমন স্বুজন ?
যে আমারে বাঁধিয়া রাখিবে সারাটি জীবন!
জীবন-জোয়ারে অথৈ স্রোতে
আমি ভাসিতেছি নিত্য দিন ,
ওরে উজান গাঁয়ের মাঝি
আমি রহিব তোমার পন্থ চাইয়া প্রতীক্ষায় স্বীমাহিন!

মন্তব্যসমূহ