ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচী

স্টাফ রিপোর্টার : ব্যাপক জাকজমক ও উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ সদরের ১৩ নং বয়ড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বৃক্ষ রোপন কর্মসূচী ২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান উপস্থিত হয়ে ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার প্রকল্প বয়ড়া ইউনিয়নের প্রকল্প সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং ইউপি চত্ত্বরে চারা রোপন করেন। কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মো: আবু সাঈদ মো: ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বয়ড়া ইউনিয়নের জননন্দিত ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা: ফাহিমা বেগম রূপা, মোছা: হাফিজা খাতুন। অনুষ্ঠনে বক্তারা বলেন  গাছ মানুষের অমূল্য সম্পদ, গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের মাধ্যমে মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। যা মানুষের জীবন সুস্থ্য রাখে। বক্তারা বলেন গাছকে প্রত্যেক মানুষের উচিত নিজের সন্তানের মত পরিচর্যা করা। জীবন বাঁচার তাগিদে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন সকলে মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার ভাইস প্রেসিডেন্ট এন্ড হেব অব জোন সফল ব্যাংকার মো: মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প অফিসার শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প অফিসার মো: আবু সাঈদ সহ ব্যাংকের বিভিন্ন সেকশনের কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে আমড়া, আম, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়। বিনামূল্যে এসব গাছের চারা পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রশংসায় মেতে উঠেন সুবিধাভোগীরা।

মন্তব্যসমূহ