রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের একটি বাড়ির ওই আস্তানায় পুলিশ অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জঙ্গিরা `নারায়ে তাকবির` ও `আল্লাহু আকবর` বলে পুলিশের উপর গুলি চালাতে শুরু করে। এসময় বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশি চলছে বলেও জানা গেছে।
মন্তব্যসমূহ