এইচ এম মোমিন তালুকদার -স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার দুপুরে বিকল টান্সফারমারের কাজ করার সময় কন্ট্রোল রুম থেকে সুইজ ব্রেকার চালু করে দেওয়ায় বিদ্যুতের খুটি থেকে ছিটকে পড়ে হোসেন আলী (৪০) নামে এক বিদ্যুত কর্মী মৃত্যু হয়েছে।
ত্রিশাল বিদ্যুত অফিস সূত্রে জানাযায়-মঙ্গলবার দুপুরে দরিরামপুর তরফদার বাড়ী এলাকার বিকল টান্সফারমারটি মেরামত করার জন্য বিদ্যুতের কয়েকজন কর্মী ত্রিশাল বিদ্যুত অফিসের কন্ট্রোল রুমের সুইজ ব্রেকার বন্ধ করিয়ে খুটিতে উঠে ট্রান্সফারমারের কাজ শুরু করেন। ট্রান্সফারমারের মেরামতের কাজ শেষ না হতেই কন্ট্রোল রোম হতে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মফিজুর রহমান সুইজ ব্রেকার চালু করে দিলে বিদ্যুত কর্মী হোসেন আলী বিদ্যুতের পিলারের উপরে ৩৩ কেবি লাইনে শর্ট খেয়ে পিলারের নিচে ছিটকে পড়ে যায়।
এতে তার মাথায় মারাত্বক আঘাত লাগলে সে গুরুতুরু আহত হন। পরে তাকে অন্যান্য কর্মীরা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তবরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। মূমূর্ষ অবস্থায় তাকে এ্যাম্ভুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে হোসেন আলীর মৃত্যু হয়। নিহত হোসেন আলীর বাড়ী ত্রিশাল পৌর সভার ৫ নং ওয়ার্ডে। সে দীর্ঘদিন যাবৎ (বহিরাগত)অবস্থায় বিদ্যুত অফিসের কাজ করতেন।
মন্তব্যসমূহ