কাজী শামিম।। ,কুমিল্লা।।
কুমিল্লার শুভপুরে অস্ত্র তৈরির সময় কুমিল্লা কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিবসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় দুইটি পিস্তল তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টায় পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লা কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব ও নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রনি (৩৫), শুভপুর নয়ন ভিলার বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক রাজিব (৩৪), গোলাবাড়ির সামসুল হকের ছেলের সাইফুল ইসলাম ভূইয়া।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা শহরের শুভপুরের নয়ন ভিলা নামক বাড়িতে সন্ধ্যা ৬টার দিকে অভিযান শুরু করে কুমিল্লা র্যাবের একটি দল। এ সময় তারা অস্ত্র তৈরির আলামতের সন্ধান পায়। গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযানে নামে র্যাব।
র্যাব কুমিল্লা এর কমান্ডার মেজর মোস্তফা কায়সার জানান, তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুইটি পিস্তল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, রাজিব নামে গ্রেপ্তারকৃত অস্ত্র বানাচ্ছে এমন খবর পেয়েই আমরা অভিযানে নামি। আমাদের কাছে তথ্য ছিল গ্রেপ্তারকৃতরা অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, একতলা ভবনের একটি কক্ষে খাটের উপর বসে গ্রেপ্তারকৃতরা অস্ত্র তৈরি করছিল। অস্ত্র তৈরির সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব ও নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রনি (৩৫), নয়ন ভিলার বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক রাজিব (৩৪), গোলাবাড়ির সামসুল হকের ছেলের সাইফুল ইসলাম ভূইয়া।
কুমিল্লা জেলা ছাত্রদলের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা রনি কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি ও সা
মন্তব্যসমূহ